Thursday 31 May 2018

ছড়াঃ- ১৪

আহাজারি
কিশোর দুলাল রায়

 ত্রিশ লক্ষ্য প্রাণের ত্যাগে
পেয়েছিলাম জয়,
এখন কেন বাংলাদেশে
সন্ত্রাসিদের ভয় ।
স্বজন হারা আহাজারি
হয়নি আজও পার,
গুলী খেয়ে মায়ের ছেলে
মরবে কতো আর ।
জীবন নিয়ে আর কতোকাল
চলবে এমন যুদ্ধ,
ছেলে হারা ব্যথায় কাতর
শেষ বয়সে বৃদ্ধ ।
মরণ খেলা এই দেশেতে
চলবে কতো ভাই,
স্বাধীন দেশে বুক ফুলিয়ে
আমরা চলতে চাই ।।

বিঃ দ্রঃ ডিসেম্বর ২০১০ইং জাহাঙ্গীর আলম জাহান সস্পাদিত আড়াঙ্গির ৮ম সংখ্যায় প্রকাশিত ।

No comments:

Post a Comment