Tuesday 29 May 2018

ছড়াঃ-৩

স্বাধীনতা 
আমার অহংকার
কিশোর দুলাল রায়

 বাংলা আমার ভাইয়ের আঁকা
সবুজ-শ্যামল ছবি,
নদীর মাঝে ঢেউয়ের বুকে
জেগে ওঠা রবি ।
বাংলা আমার মায়ের মুখে
ঘুম পাড়ানি গান,
ভাষার জন্য বুকের ভেতর
শক্ত কঠিন টান ।
বাংলা আমার মুক্ত আকাশ
মুক্ত পাখির নীড়,
স্বাধীন বাংলা পেলাম শেষে
হারিয়ে কতো বীর ।
মাতৃভাষায় কথা বলি
বাংলা মায়ের টানে,
কতো মধুর বুলি শুনি
আমরা গানে গানে ।
বাংলা আমার দেশের মাটির
মায়ের অধিকার,
বাংলাই আমার জন্মভূমি
বাংলাই অহংকার ।।

 বিঃ দ্রঃ এই ছড়াটি ২৫শে ফেব্রুয়ারী ২০০৭ইং দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রকাশিত ।

No comments:

Post a Comment