Tuesday 29 May 2018

ছড়াঃ- ৬

শারদ উৎসব
কিশোর দুলাল রায়

তাকডুমা ডুম তাকডুমা ডুম
ঢুলি বাঁজায় ঢাক,
কার্তিক নাচে,গণেশ নাচে
তাকধিনা ধিন তাক ।
ধিন তাক তাক ধিন তাক তাক
ধিন তাক তাক ধিনা,
লক্ষী বাঁজায় শঙ্খ ধ্বনি
সরস্বতী বীণা ।
তাকধিনা ধিন তাকধিনা ধিন
তাকধিনা ধিন ধিন,
ময়না,টিয়া,বাবুই নাচে
কাল যে পুজোর দিন ।।

 বিঃ দ্রঃ ২০০৯ সালে বর্ণফুলের ৩য় সংখ্যায় প্রকাশিত ।

No comments:

Post a Comment