Thursday 31 May 2018

ছড়াঃ-১৫

কুটুমের বিয়ে
কিশোর দুলাল রায়

কুটুম পাখির বিয়ে হবে
নামলো জোড়ে বৃষ্টি,
বর এলো যে মিষ্টি নিয়ে
হবে নতুন ইষ্টি ।
কুটুম ভাসে চোখের জলে
যাবে শ্বশুর বাড়ি,
টিয়ে দিলো মুক্তো-মালা
ময়না রঙিন হাড়ি ।
দোয়েল নাচে,কোয়েল নাচে
নাচে বাবুই,চড়াই,
মাছ-মাংস সব হচ্ছে রাধা
ভরে লোহার কড়াই ।
শালিক পাখি এলো উড়ে
কোকিল গাইছে ডালে,
বিয়ে বাড়ির ব্যস্ত সবাই
নাচে গানের তালে ।।


বিঃ দ্রঃ এই ছড়াটি ২৭শে মে ২০০৭ইং দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রকাশিত ।

No comments:

Post a Comment