Tuesday 29 May 2018

ছড়াঃ-৪

এই দেশে
কিশোর দুলাল রায়

এই দেশে পাখি গায়
কতো গানের সুর,
পলাশের ঐ ডালে কোকিল
ডাকে সুমধুর ।
হই-হুল্লোর করে সবার
কেটে যায় বেলা,
এ দেশের মাটিতে
খেলি কতো খেলা ।
ফুল-ফল,পশু-পাখি
মনকে দেয় দোলা,
সবুজ শ্যামল প্রকৃতি
করে আত্মভোলা ।
বর্ষা এলে ভরে যায়
নদী-নালা জলে,
ঘরের চালে বসে পায়রা
কতো কথা বলে ।।

 বিঃ দ্রঃ এই ছড়াটি ১৩ই নভেম্বর ২০০৬ইং বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত ।

No comments:

Post a Comment