Monday 28 May 2018

ছড়াঃ-১

বৃষ্টি
কিশোর দুলাল রায়

বৃষ্টি পড়ে- ঝিম ঝিমা ঝিম
বৃষ্টি পড়ে- রিম ঝিমা ঝিম।
বৃষ্টি পড়ে- ঝম ঝম
বৃষ্টি পড়ে- ছম ছম ।
বৃষ্টি এল- বর্ষা আসে
বর্ষা এলে নৌকো ভাসে।
বর্ষা এলে ডাকে দেয়া
ফোটে কদম কেয়া,
মাঝি ভিজে কষ্টে পার করে খেয়া ।
জলে ভাসে শাঁপলা
সেও কি আর কম,
ঝিরি ঝিরি বৃষ্টি
নেয় না যে দম ।
দমকা হাওয়ায় বিদ্যুৎ চমকায়
গম গমাগম গম ।

 বিঃদ্রঃ ২৫-০৯-২০০৬ইং দৈনিক বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত

1 comment:

  1. সবাইকে ভিজিট করার অনুরোধ রইলো।

    ReplyDelete