Tuesday 29 May 2018

ছড়াঃ- ৯

শহীদদের দান
কিশোর দুলাল রায়

ভাষার জন্য জীবন দিলো
ইতিহাসে পাই,
কতো মায়ে ছেলে হারা
কতো বোনে ভাই ।
মিছিল দিয়ে,মিটিং দিয়ে
যুদ্ধ হলো শেষ,
অবশেষে পেলাম আমরা
সোনার বাংলাদেশ ।
ভাষার জন্য জীবন দিলো
ভাষা শহীদদের দান,
জয়ের নেশায় জীবন দিয়ে
রেখেছে দেশের মান ।
ভাষা শহীদদের ত্যাগের কথা
গাথা মনের খাতায়,
থাকবে তাদের নাম চিরদিন
ইতিহাসের পাতায় ।।

 বিঃ দ্রঃ ২০১১ইং ফেব্রুয়ারী মাসে রক্ত জবায় প্রকাশিত ।

No comments:

Post a Comment