Tuesday 29 May 2018

ছড়াঃ-১২

চাঁদ তারা সূর্য
কিশোর দুলাল রায়

 রাত পেরিয়ে প্রভাত এলে
সূর্য ওঠে হেসে,
আঁধার নেমে সন্ধ্যা হলে
চাঁদ ওঠে ভেসে ।
অস্তাচলে শেষ হয়ে
চলে গেলে বেলা,
নিঝুম রাতে তারার সাথে
চাঁদ করে খেলা ।
মিটি মিটি তারা জ্বলে
দেখতে লাগে ভালো,
কোথা থেকে চাঁদটা পেল
এতো বেশি আলো ।
চাঁদে গ্রহণ লাগলে পরে
রাত হয়ে যায় কালো,
ভোর হলেই সূর্যি মামা
জ্বালায় আবার আলো ।।

বিঃ দ্রঃ ২০০৬ইং অন্যমাত্রা প্রকাশনার মাসিক মাত্রার কাব্যকথায় প্রকাশিত ।

No comments:

Post a Comment