Tuesday 29 May 2018

ছড়াঃ- ৭

শরৎ 
কিশোর দুলাল রায় 

 নীল আকাশে ভাসে 
সাদা মেঘের ভেলা, 
পুব আকাশে সূর্য হাসে 
শিশুরা করে খেলা । 
দক্ষিণা বাতাস বহে 
হাওয়ায় দোলে কাঁশফুল, 
স্রোত বহে আপন ধারায় 
নদী হারায় দুই কূল । 
বর্ষার পর শরৎ আসে 
জীবন তোলে জাগিয়ে, 
মিষ্টি মধুর রূপ দিয়ে 
মনকে তোলে সাজিয়ে । 
শারদীয় শরৎ নিশি 
তাঁরায় করে খেলা, 
শরতের আকাশে পূর্ণিমা 
মন করে আত্মভোলা ।। 

 বিঃ দ্রঃ ১১ই সেপ্টেম্বর ২০০৬ইং দৈনিক বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত ।

No comments:

Post a Comment