Tuesday 29 May 2018

ছড়াঃ- ১৩

ভালোবাসি
কিশোর দুলাল রায়
 ভালোবাসি বাংলা ভাষা
বাংলা মায়ের কোল,
ভালোবাসি ছোট্ট শিশুর
আধো আধো বোল ।
ভালোবাসি ফুল ও পাখি
আমার সোনার দেশ,
ভালোবাসি সবুজ শ্যামল
সবুজ সমাবেশ ।
ভালোবাসি কৃষক ভায়ের
মিষ্টি মুখের হাসি,
ভালোবাসি সোনার ফসল
রাঁখাল ছেলের বাঁশি ।
ভালোবাসি দিবস ও রাত
রাতের জোনাক জ্বলা,
ভালোবাসি আমার মায়ের
বাংলা কথা বলা ।।


 বিঃ দ্রঃ এই ছড়াটি ২০০৮ইং বাংলাদেশ শিশু একাডেমির শিশু বইয়ে ফেব্রুয়ারীয় সংখ্যায় প্রকাশিত ।

No comments:

Post a Comment