Tuesday 29 May 2018

ছড়াঃ- ৮

একুশের বেদনা 
কিশোর দুলাল রায় 

 আমি কি ভুলিতে পারি 
একুশে ফেব্রুয়ারী, 
ভাই হারানোর ব্যথা 
আমার ভাইয়ের কথা । 
আমি কি ভুলিতে পারি 
আমাদের গেছে ছাড়ি, 
একুশের কালো রাতে 
অস্ত্র নিয়ে হাতে । 
মায়ের চোখের পানি 
মুছবে না আর জানি, 
আসবে না ভাই ফিরে 
চলে গেছে বহুদুরে । 
স্লোগানে স্লোগানে ভাষার দাবি 
আন্দোলনের ফেব্রুয়ারী, 
ভাইয়ের রক্তে লাল হয়েছে 
আমি কি ভুলিতে পারি ।। 

 বিঃ দ্রঃ ২৩শে ফেব্রুয়ারী ২০১১ইং দৈনিক সংবাদ পত্রিকার খেলাঘর এর পাতায় প্রকাশিত ।

No comments:

Post a Comment